Blogs
Sensitive Skin যত্নের উপায়
যদি কোনো স্কিনকেয়ার প্রোডাক্ট লাগালেই মুখ জ্বালা করে, রেডনেস আসে বা ত্বক খুব সহজে রিঅ্যাক্ট করে তাহলে আপনার স্কিন হতে পারে Sensitive Skin। কিন্তু চিন্তা নেই! একটু সঠিক রুটিন ও skin type অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করলে আপনার স্কিন হতে পারে অনেক হেলদি আর গ্লোয়িং।
কেন Sensitive Skin এর আলাদা কেয়ার দরকার
Sensitive Skin আসলে বাইরের ধুলো, হিট, প্রোডাক্ট বা স্ট্রেসের মতো জিনিসে দ্রুত রিঅ্যাক্ট করে। এর প্রধান কারণ হলো ত্বকের ন্যাচারাল ব্যারিয়ার দুর্বল হয়ে যাওয়া। তখন সহজেই জ্বালা, রেডনেস বা বার্নিং ফিলিং হতে পারে।
Bangladesh এর আর্দ্র ও দূষিত পরিবেশে এই সমস্যা আরও বাড়ে কারণ—
🌦️ হাই হিউমিডিটি প্রোডাক্টের অ্যাবজর্পশন বাড়িয়ে দেয়
🏙️ দূষণ (pollution) স্কিনে জমে যায়
🌤️ ঋতু পরিবর্তনে স্কিনের ব্যারিয়ার স্ট্রেসে পড়ে
তাই এখন দরকার এমন এক রুটিন, যা আপনার স্কিনকে প্রোটেক্ট করবে এবং ধীরে ধীরে স্ট্রং করে তুলবে।
Morning Routine – Protect & Prepare
১. Gentle Cleansing: Round Lab 1025 Dokdo Cleanser
এই ক্লেনজারটি Sensitive Skin এর জন্য খুবই জনপ্রিয়। এর low pH (5.0–6.0) ফর্মুলা স্কিনের ন্যাচারাল ব্যালান্স বজায় রাখে, কিন্তু ড্রাই করে না।
Texture: হালকা জেল, সফট ফেনা তৈরি করে।
Key Ingredients: Deep Sea Minerals, Natural Moisturizing Factors.
💡 কেন ভালো: pH-balanced ফর্মুলা স্কিনকে টানটান করে না। Dermatologists বলেন, Sensitive Skin এর জন্য সঠিক pH বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে স্কিনের ন্যাচারাল ব্যারিয়ার ঠিক থাকে।
Round Lab 1025 Dokdo Cleanser (150mL)
Slightly acidic (pH 5.0 – 6.0), foamy and creamy cleanser purifies and removes excess sebum without over-drying. It clears away impurities and helps the skin maintain a healthy moisture balance.
Only 2 left in stock
How to Use: ভেজা মুখে অল্প পরিমাণ নিয়ে জেন্টলি ম্যাসাজ করুন, তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২️.Hydration & Soothing: Purito Oat-In Calming Gel Cream
এই ক্রিমটি স্কিনে হাইড্রেশন দেয়, আবার কুলিং ও স্যুথিং ফিল দেয়।
Texture: হালকা জেল-ক্রিম, একদম স্টিকি নয়।
Key Ingredients: Oat Extract, Panthenol, Madecassoside.
💡 কেন ভালো: Oat স্কিনকে শান্ত রাখে, ইনফ্লেমেশন কমায়। Journal of Drugs in Dermatology অনুযায়ী, নিয়মিত ওট এক্সট্র্যাক্ট ব্যবহারে Sensitive Skin অনেকটা রিল্যাক্স হয়।
How to Use: অল্প পরিমাণে মুখে লাগিয়ে হালকা প্যাট করে মিশিয়ে নিন।
PURITO SEOUL Oat In Calming Gel Cream (100mL)
A refreshing gel cream with Avena Sativa (Oat) Seed Water and panthenol to instantly calm and hydrate dry, sensitive skin. Its lightweight, clear texture melts effortlessly, absorbing quickly while strengthening the skin barrier.
In stock
৩.Sun Protection: AXIS-Y Complete No-Stress Sunscreen
সানস্ক্রিন অনেক Sensitive Skin এ জ্বালা করে, কিন্তু AXIS-Y এর এই ভার্সন একদম হালকা ও জ্বালা-মুক্ত।
Texture: লাইট ক্রিম, সাদা দাগ (white cast) প্রায় নেই।
Key Ingredients: Zinc Oxide, Titanium Dioxide, Niacinamide, Green Tea Extract.
💡 কেন ভালো: এটি একটি ফিজিক্যাল সানস্ক্রিন, তাই স্কিনে শোষিত না হয়ে উপরে সুরক্ষা দেয়। এছাড়া এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা দূষণ থেকে স্কিনকে প্রোটেক্ট করে।
How to Use: সকালে স্কিনকেয়ারের শেষ ধাপে মুখ ও গলায় লাগান। বাইরে থাকলে প্রতি ২ ঘণ্টা পর রি-অ্যাপ্লাই করুন।
AXIS-Y Complete No-Stress Physical Sunscreen Ver. 3 SPF50+ PA++++ (50mL)
This upgraded Mugwort-based sunscreen features 2% Niacinamide, Squalane, and Hyaluronic Acid for lightweight hydration and UVA/UVB protection. Now with an essence-gel finish, it’s fragrance-free, reef-safe, and minimizes white cast, stickiness, and pilling. FDA-registered for US customers.
In stock
Evening Routine – Cleanse & Repair
১️.First Cleanse: Anua Heartleaf Pore Control Cleansing Oil
দিনের শেষে মেকআপ, সানস্ক্রিন বা ধুলো দূর করতে এটি পারফেক্ট।
Texture: সিল্কি অয়েল, পানি লাগালে দুধের মতো ইমালশন হয়।
Key Ingredients: Heartleaf Extract, Jojoba Oil, Sunflower Seed Oil.
Anua Heartleaf Pore Control Cleansing Oil Mild (200mL)
A lightweight oil cleanser formulated for sensitive skin, effectively rids skin of impurities while leaving refreshed and hydrated finish.
💡 কেন ভালো: Heartleaf স্কিনকে ক্যাল্ম করে, ইনফ্লেমেশন কমায়। Korean Journal of Medical Science এ দেখা গেছে, এটি স্কিনের রেডনেস কমাতে সাহায্য করে।
How to Use: শুকনো মুখে শুকনো হাতে নিয়ে ৩০–৬০ সেকেন্ড ম্যাসাজ করুন, তারপর সামান্য পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২️. Second Cleanse: Round Lab 1025 Dokdo Cleanser
সকালের মতো একই ক্লেনজার দিয়ে ত্বক পরিষ্কার করুন যাতে অয়েল রেসিডু না থাকে।
৩️.Night Hydration: Purito Oat-In Calming Gel Cream
রাতে একটু বেশি পরিমাণে লাগান যাতে স্কিন রাতে রিপেয়ার করতে পারে।
Expert Tips
✅ নতুন প্রোডাক্ট ব্যবহারের আগে Patch Test করুন (কানের পেছনে ২৪–৪৮ ঘণ্টা রাখুন)।
✅ Less is More – Sensitive Skin এ একসাথে অনেক প্রোডাক্ট ব্যবহার করবেন না।
✅ Hot Water Avoid করুন, শুধু কুসুম গরম পানি ব্যবহার করুন।
✅ ঋতু অনুযায়ী স্কিনকেয়ার সামান্য বদলান – বর্ষায় লাইট ফর্মুলা, শীতে বেশি হাইড্রেটিং ক্রিম।
✅ প্রোডাক্টের লেবেল পড়ুন – Alcohol, Fragrance, Essential Oil, Sulfate এড়িয়ে চলুন।
FAQ
Q: আমার স্কিন অয়েলি, তাহলে কি ময়েশ্চারাইজার দরকার?
A: হ্যাঁ, দরকার। হাইড্রেশন না থাকলে স্কিন আরও বেশি তেল তৈরি করে। Purito Gel Cream হালকা, তাই Bangladesh এর গরমে পারফেক্ট।
Q: Sensitive Skin এ Sunscreen ব্যবহার করা নিরাপদ?
A: ফিজিক্যাল সানস্ক্রিন (যেমন AXIS-Y) একদম সেফ। এটি ত্বকের ভেতর ঢোকে না, বাইরে থেকে প্রোটেকশন দেয়।
Q: প্রতিদিন Double Cleanse করা দরকার?
A: যদি মেকআপ বা সানস্ক্রিন ব্যবহার করেন, হ্যাঁ। না হলে একবার Gentle Cleanser দিলেই যথেষ্ট।
















